Search This Blog

Tuesday, January 10, 2017

রক্তই জানাবে কত দিন বাঁচবেন


রক্ত বলে দেবে আয়ু, ভবিষ্যতে ক্যানসার, হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা



বিজ্ঞানের সাহায্যে মানুষ অসংখ্যা রহস্যের সমাধান করতে সক্ষম হয়েছে। মৃত্যুর মতো অনিবার্য পরিণতিকে কীভাবে ঠেকানো যাবে, তা নিয়েও কাজ কম হয়নি। কিন্তু আজো তা রহস্য। এমনকি পৃথিবীতে ব্যক্তি তার শেষ নিঃশ্বাসটি কখন ফেলবেন তাও জানেন না। সম্প্রতি বোস্টন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এ রহস্যের সমাধান বের করেছেন।

৫০০০ রক্তের নমুনা নিয়ে আট বছর ধরে পরীক্ষা চালিয়ে তারা এমন দাবি করেন। বোস্টন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের মতে, ব্যক্তি শরীরে ২৪ ঘণ্টা যে রক্ত চলাচল করছে সেটিই বলে দেবে তার আয়ু। ভবিষ্যতে ক্যানসার, হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বলে দেয়া যাবে রক্ত পরীক্ষা করে।

সময় বিজ্ঞানীরা ২৬ ধরনের রক্তের বিভাগের জন্য আলাদা আলদা বায়োমেকার আবিষ্কার করেন। এই বায়োমেকারের মাধ্যমে রোগী আগে থেকেই তার সম্ভাব্য রোগ থেকে সাবধান হতে পারবে। নিয়ন্ত্রণ আনতে পারবে।



No comments:

Post a Comment