Search This Blog

Monday, December 12, 2016

EAR INFECTION AND REMADIES

What Is An Ear Infection?





Ear Infection or acute otitis media is an infection of the middle ear. Ear infection or inflammation causes fluid build up in the middle ear.Middle ear infections or inflammation is the most common in childhood condition.Young children will have these symptoms and signs as well as fussiness and feeding problems.
E

Signs and symptoms of an ear infection include

Fever of 100 degree Fahrenheit.
Ear pain
A feeling of fullness in the ear

Symptoms of fluid in the ear are typically mild and usually only consist of muffled hearing and a sensation of water inside the ear.Children with fluid in the ear may also tug on the ears. The condition is also referred to as Otis media with effusion.


Causes Of Ear Pain

The most common causes of ear pain include colds, infections, tonsillitis, wax imp action and internal fluid accumulation.Infected hair follicles, eczema and dental abscesses also cause ear pain. 
Common cold viruses cause ear pain when they infect the ear drum. The pain usually develops quickly and fades when the cold dissipates. Ear pain that remains after cold symptoms disappear is often caused by a bacterial infection. These infections develop when blood, pus and other fluids accumulate behind the ear drum. Fever and temporary hearing loss often accompany bacterial infections.

What causes an ear infection?

Ear infections occur when one of your Eustachian tubes becomes swollen or blocked and fluid builds up in your middle ear. Eustachian tubes are small tubes that run from each ear directly to the back of the throat. The causes of Eustachian tube blockage include:
  • allergies
  • colds
  • sinus infections
  • excess mucus
  • tobacco smoking
  • infected or swollen adenoids (tissue near your tonsils that trap harmful bacteria and viruses)
  • Risk factors for ear infections
  • Ear infections occur most commonly in young children because they have short and narrow Eustachian tubes. Infants who are bottle-fed also have a higher incidence of ear infections than their breastfed counterparts. Other factors that increase the risk of developing an ear infection are:
    • altitude changes
    • climate changes
    • exposure to cigarette smoke
    • pacifier use
    • recent illness or ear infection.

How do You Treat an Ear Infection?

Prompt treatment reduces the severity and duration of ear pain.Gentle cleansing sweeps away drainage and debris, and removing piercings minimizes the chance of allergic reactions. It is also prudent to remove hearing aids and to keep the ear dry. Treatments such as ear drops and over-the-counter pain medication are effective home remedies for many types of external ear pain. Painful boils and hair follicle infections respond well to warm compresses.


 Ibuprofen and acetaminophen are used to control the pain. In some cases, decongestants may be used to reduce pressure and eliminate feelings of fullness in the ear. People with high blood pressure should not take decongestants without talking to a doctor first.


Anyone with an ear infection should get plenty of rest and avoid scuba diving and other activities that might increase the amount of pressure in the ear canal. Keeping the head elevated may also relieve pressure, according to Parenting magazine. If a child has ear pain that is not controlled by over-the-counter medications, applying a heating pad or warm, moist towel to the side of the head reduces discomfort.Routine childhood and yearly flu vaccinations may help prevent middle ear infections.

স্তন ক্যান্সার : দ্বিতীয়বার অপারেশন লাগবে না l


এবার এক বারেই স্তন ক্যান্সার অপারেশন


এবার একবারেরই স্তন ক্যান্সারের সার্জারি করা যাবে। দুইবারের ঝামেলা পোহাতে হবে না। স্তন ক্যান্সারে আক্রান্ত বেশির ভাগ রোগীকেই অপারেশনের টেবিলে যেতে যেতে হয় অন্তত বার দুই থেকে তিন বার। ‘ক্যান্সার ডিটেকশন ইন হিউম্যান টিস্যু স্যাম্পল্স ইউজিং আ ফাইবার-টিপ পিএইচ প্রোব’ শীর্ষক সাড়াজাগানো এক গবেষণা প্রতিবেদনে এ কথাই দাবি করা হয়েছে।


এতে বলা হয়- এবার এক বারেই স্তন বা স্তনগ্রন্থিতে বাসা বাঁধা, দ্রুত বেড়ে
ওঠা আর ছড়িয়ে পড়া ক্যান্সার কোষগুলোকে কেটে বাদ দিয়ে দেয়া যাবে। 
সার্জারির পরে আরো ক্যান্সার কোষ থেকে যাবে না স্তন বা স্তনগ্রন্থিতে। 
ক্যান্সার কোষ সারাতে বাদ দিতে গিয়ে বাদ পড়ে যাবে না স্তন বা স্তনগ্রন্থির 
সুস্থ, সবল, স্বাভাবিক কোষ, কলাগুলোও।

গবেষণাপত্রটি নভেম্বরের শেষাশেষি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-
জার্নাল ‘ক্যান্সার রিসার্চ’-এ। যার মূল গবেষক অস্ট্রেলিয়ার অ্যাডিলেড 
বিশ্ববিদ্যালয়ের এআরসি সেন্টার অফ এক্সেলেন্স ফর ন্যানোস্কেল 
বায়োফোটোনিক্স (সিএনবিপি)-এর অধ্যাপক চিকিৎসক এরিক শার্টনার। 
এতে সহযোগী গবেষক হিসেবে কাজ করেচেন ভারতীয় চিকিৎসক প্রবীণ কুমার।তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ডিটেকশন অ্যান্ড মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

গবেষণার ব্যাপারে সিডনি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ডিটেকশন অ্যান্ড 
মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রবীণ কুমার বলেন, ‘এখন ব্রেস্ট 
ক্যান্সারের সার্জারির অন্তত ৪০ শতাংশ ক্ষেত্রে মহিলাদের অপারেশনের 
টেবিলে নিয়ে যেতে হয় অন্তত দুই তিন বার। কারণ, একেবারে নিখুঁতভাবে তাদের অপারেশন করানো যায় না। সার্জনরা অপারেশনের টেবিলে স্তন বা স্তনগ্রন্থিতে বাসা বাঁধা সবকটি ক্যান্সার কোষ, কলা এক বারে খুঁজে পান না। অনেক ক্ষেত্রেই স্তনের সুস্থ, সবল, স্বাভাবিক কোষ, কলাগুলোর সঙ্গে অপারেশনের টেবিলে সার্জনরা স্তন বা স্তনগ্রন্থিতে বাসা বাঁধা ক্যান্সার কোষ, কলাগুলোকে গুলিয়ে ফেলেন।

ফলে, ক্যান্সার কোষ, কলাগুলো বাদ দিতে গিয়ে স্তন বা স্তনগ্রন্থির সুস্থ, সবল 
ও স্বাভাবিক কোষ, কলাগুলোও দেদার বাদ পড়ে যায়। থেকে যায় কিছু 
ক্যান্সার কোষ, কলাও। এটাকে বলে ‘ক্যাভিটি শেভিং’। এই অসুবিধা দূর 
করতে আমরা বিশেষ এক ধরনের অপটিক্যাল ফাইবার বানিয়েছি। প্রথম 
বার সার্জারির টেবিলেই যা দিয়ে স্তনে বাসা বাঁধা সবকটি ক্যান্সার কোষ, কলার হদিশ পেয়ে যাবেন অঙ্কোলজিস্টরা।’

ওষুধ ছাড়া লো ব্লাড প্রেসার থেকে রেহাইয়ের উপায়l






লো ব্লাড প্রেসার বা হাইপোটেনশনে সাবধানতা l


ঘরে ঘরেই এমন অনেকে আছেন যারা লো ব্লাড প্রেসার বা হাইপোটেনশনে ভোগেন| ব্লাড প্রেসার মাপার পর যদি দেখা যায় রিডিং ৯০/৬০ বা তার কম হয়েছে তাহলে আপনার লো ব্লাড প্রেসার আছে| লো ব্লাড প্রেসার হলেও অনেক ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়। আর তাই হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের মতোই লো ব্লাড প্রেসার থাকলে আপনাকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে| চলুন সেগুলো জেনে নেওয়া যাক।


১. মদ্যপান এড়িয়ে চলুন, এর পরিবর্তে বেশি করে পানি পান করুন। আমরা অনেকেই জেনে থাকতে পারি, মদ্যপান করলে রক্তের চাপ বেড়ে যায়| কিন্তু এর মানে এই নয় আপনার লো ব্লাড প্রেসার থাকলে আপনি মনের আনন্দে মদ খেতে পারেন| এর ফলে কিন্তু শরীর ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা অনেকেটা বৃদ্ধি পায়| এতে আপনার ব্লাড প্রেসার আরও কমে যেতে পারে| তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।
২. লো ব্লাড প্রেসার হলে আপনি বেশি করে লবণ খেয়ে নিলেন আর আপনার ব্লাড প্রেসার বৃদ্ধি পেল|
উল্টে এর ফলে হাই ব্লাড প্রেসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়| তাই সারাদিনের ডায়েটে ২ থেকে ৩ মিলিগ্রাম লবণ থাকতে পারেন।
৩. যারা লো ব্লাড প্রেসারে ভুগছেন তাদের উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত খাবার থেকে বিরত থাকাটাই ভালো।
৪. লো ব্লাড প্রেসার হলে গরম পানিতে স্নান না করাই ভাল। বিশেষত বেশি সময়ের জন্য| এর ফলে মাথা ঘোরা বেড়ে যেতে পারে| নেহাত যদি শীতের সময় গরম পানিতে স্নান করতেই হয়, তাহলে একটা ছোট টুলে বসে স্নান করুন| তবে টুল থেকে ওঠার সময় ধীরে সুস্থে উঠুন এবং পায়ের পাতা, গোড়ালি আর উরুতে ম্যাসাজ করে নিন|
৫. হাইপোটেনশন এড়াতে খানিক্ষণ পর পর খাবার খান| একেবারে অনেকটা না খেয়ে অল্প পরিমাণে খান।
৬. রক্তচাপ বাড়াতে পায়ে মোজা পরে থাকলে উপকার পাওয়া যায়। কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এটা করবেন না|