Search This Blog

Wednesday, December 28, 2016

চিকিৎসক নারী হলে বাড়বে আয়ু!

নারীরা চিকিৎসা করলে রোগীদের মৃত্যুর ঘটনা কমে যায়।


নারী চিকিৎসকের অধীনে চিকিৎসা করালে হলে আয়ু বাড়বে। এমনটাই জানালেন বিশ্ববিখ্যাত হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের মতে, বয়স্ক রোগীদের হাসপাতালে ভর্তি করার পর দেখা গিয়েছে নারীরা চিকিৎসা করলে এসব রোগীদের মৃত্যুর ঘটনা কমে যায়। সেই সঙ্গে হাসপাতাল থেকে ফিরে যাওয়ার পর আবার তাদের হাসপাতালে ভর্তির সম্ভাবনাও কমে যায়।

জামা ইন্টারন্যাশনাল মেডিসিনে এই গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, পুরুষ এবং নারীদের চিকিৎসার ধরণই এই তফাৎ গড়ে দেয়। গবেষক দলের প্রধান উইসুকে সুগাওয়া বলেছেন, ‘‌মরণ হার নিয়ে এই পরীক্ষার ফল আমাদের অবাক করেছে। চিকিৎসক পুরুষ না নারী রোগীর ক্ষেত্রে তারও প্রভাব পড়ে। ’‌

নির্দিষ্ট শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমন ৬৫ বা তার বেশী বয়সী দশ লক্ষ রোগীর ওপর এই পরীক্ষা করেছেন গবেষকরা। সেখানে দেখা যাচ্ছে, নারি চিকিৎসকদের কাছে চিকিৎসাধীন ৪ শতাংশ রোগীর ৩০ দিনের মধ্যে মৃত্যু হওয়ার ঘটনা কমেছে। আর ৫ শতাংশ রোগীকে নতুন করে ভর্তি করতে হয়নি।

No comments:

Post a Comment