Search This Blog

Thursday, December 8, 2016

ওজন কমায় জিরা!


১৫ কেজি ওজন কমায় এক চামচ জিরা!





জিরা একটি পরিচিত মসলার নাম, যা আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহার হয় খাবার সুস্বাদু করা ছাড়াও জিরার আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছেবিশেষজ্ঞদের মতে, জিরার এন্টিঅক্সিডেন্ট মানব দেহের মেটাবলিজমের হার বাড়ায় এটি আমাদের দেহের ক্যালরি বার্ন করতে সাহায্য করে পেটের মেদ কমাতে এটি খুবই কার্যকর জিরা খাবার হজম প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখে পাকস্থলীতে গ্যাস জমতে বাধা দেয় এটি শরীরে খারাপ চর্বি কলেস্টোরল তৈরিতে বাধা দেয় জিরা শরীরের মেদ কমায় হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি কমায়

এছাড়া জিরাকে জাদুকরি মসলাও বলা হয়। কারণ মাত্র এক চামচ জিরা  প্রতিদিন খেলে আপনার ওজন ১৫ কেজি কমে যেতে পারে! কী বিশ্বাস হচ্ছে না!

তাহলে আসুন জেনে নিই, জাদুকরি জিরার মিশ্রণ কীভাবে আপনার প্রতিশ্রুতি রক্ষা করবে।
জিরার মিশ্রণ তৈরির প্রস্তুত প্রণালী ব্যবহার

মিশ্রণ () এক টেবিল চামচ আস্ত জিরা এক গ্লাস পানিতে সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ওই পানি ফুটিয়ে নিন। পানি ছেঁকে এতে অর্ধেক লেবুর রস মেশান। এই পানি প্রতিদিন সকালে পান করুন একটানা ১৫ দিন। দ্রুত মেদ কমাতে মিশ্রণ অসাধারণ কাজ করে।

(
) এক চা চামচ জিরার গুঁড়া গ্রাম টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। একটানা দুই সপ্তাহ প্রতিদিন এটি টকদইয়ের সঙ্গে মিশিয়ে খান।

(
) এক গ্লাস পানিতে তিন গ্রাম জিরা পাউডার এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে পান করুন।

(
)  সমপরিমাণ আদা  সিদ্ধ গাজর কুচিয়ে নিন। আপনি চাইলে আরও দু এক পদের সিদ্ধ সবজি দিতে পারেন। এবার এসব উপকরণ একসঙ্গে মিশিয়ে এর মধ্যে অল্প জিরার গুঁড়া, সামান্য লেবুর রস কুচানো আদা ভালোভাবে মিশিয়ে নিন। রাতে অন্যকিছু ভারী খাবার বাদ দিয়ে এই সালাদ খান।

প্রতিদিন উল্লেখিত নিয়ম মেনে চললে দেখবেন দ্রুত আপনার ওজন স্বাভাবিকে এসেছে

No comments:

Post a Comment